Vaishakh Purnima 2024 Mantra: আজ, ২৩ মে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। আজকের দিনে রাশি মেনে কিছু মন্ত্র জপ করলে লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। আবার বৌদ্ধ ধর্মের শক্তিশালী মন্ত্র ও মূল মন্ত্র সম্পর্কেও এখানে উল্লেখ করা হল।
Buddha Purnima 2024: হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজ, ২৩ মে বৈশাখ পূর্ণিমা। এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। তাই এই তিথিটি বুদ্ধ জয়ন্তী অথবা বুদ্ধ পূর্ণিমা নামেও প্রসিদ্ধ। ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে লক্ষ্মী, নারায়ণ ও গৌতম বুদ্ধের আরাধনা করা হয়ে থাকে। শাস্ত্র মতে বৈশাখ পূর্ণিমার দিনে লক্ষ্মী নিজের ভক্তদের বাড়ি আসেন। আজ রাশি মনে মন্ত্র জপ করলে খুশি হবেন মহালক্ষ্মী। পাশাপাশি এই তিথিতে বৌদ্ধ ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্র সম্পর্কে জেনে নিন।
বৈশাখ পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করার মন্ত্র
- মেষ রাশির জাতকরা এ দিন ওম এং ক্লীং সৌং মন্ত্র জপ করুন। এর ফলে জীবনে বিশেষ লাভ অর্জন করা যায়।
- বৃষ রাশির জাতকরা আজ ১১ মালা ওম এং ক্লীং শ্রীং মন্ত্র জপ করুন।
- মিথুন জাতকদের ওম এং ক্লীং সৌং মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে।
- কর্কট রাশির জাতকরা ওম এং ক্লীং শ্রীং মন্ত্র জপ করুন, এর শুভ প্রভাবে আপনাদের আর্থিক সমস্যা দূর হবে।
- সিংহ জাতকরা এই শুভ দিনে ১০৮ বার ওম হৃীং শ্রীং সৌং মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হল।
- কন্যা জাতকরা বৈশাখ পূর্ণিমায় ওম শ্রীং এং সৌং মন্ত্রটি ১০৮ বার জপ করুন। ইচ্ছাপূরণ সম্ভব হবে।
- আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে তুলা রাশির জাতকরা ওম হৃীং ক্লীং শ্রীং মন্ত্রটি ৫, ১১ বা ২১ বার জপ করুন। এর ফল জীবনে আগত সমস্ত বাধা দূর হবে।
- বৃশ্চিক জাতরদের ওম এং ক্লীং সৌং মন্ত্র জপ করা উচিত। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হবে এর ফলে।
- ধনু রাশির জাতকরা আজকের দিনে ওম হৃীং ক্লীং সৌং মন্ত্রটি কম পক্ষে ১০৮ বার জপ করুন। এর ফলে লক্ষ্মী লাভ সম্ভব।
- মকর রাশির জাতকরা বৈশাখ পূর্ণিমায় ওম এং ক্লীং শ্রীং সৌং মন্ত্র জপ করবেন। ৫, ১১ বা ২১ মালা এই মন্ত্র জপ করলে ঘর-পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
- কুম্ভ জাতকরা ধন ঐশ্বর্য লাভের জন্য ওম হৃীং এং ক্লীং শ্রীং মন্ত্র জপ করুন।
- মীন রাশির জাতক-জাতিকারা আজ ১০৮ বার ওম হৃীং ক্লীং সৌং মন্ত্রপ জপ করলে লক্ষ্মী প্রসন্ন হবেন।
বৌদ্ধ ধর্মের শক্তিশালী মন্ত্র
বৈশাখ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্ম। তাই এই তিথিকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়ে থাকে। আজ বৌদ্ধ ধর্মের দুটি শক্তিশালী মন্ত্র জপ করতে পারেন। এগুলি হল–
- বুদ্ধ পূর্ণিমায় ‘ওম মণি পদ্মে হূম’ মন্ত্রটি জপ করতে পারেন। এ ছাড়াও প্রার্থনা চক্রে এই মন্ত্র লেখা থাকে। কথিত আছে যে এই মন্ত্র লেখা প্রার্থনা চক্রটিকে একবার ঘোরালে ১০ লক্ষ জপের সমান ফল পাওয়া যায়।
- এ ছাড়াও বুদ্ধ ধর্মের মূল মন্ত্র জপ করা যায়। এটি হল– বুদ্ধ শরণং গচ্ছামি। ধর্মং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি। এই মন্ত্রে বুদ্ধের জীবনের সারমর্ম লুকিয়ে। এর তিনটি বাক্য বৌদ্ধ ধর্মের মূল ভাবাবেগকে প্রকাশ। বুদ্ধের শরণে যাওয়ার জন্য এই বাক্যের অনুসরণ করাই প্রাথমিক কর্তব্য।