Neelam Gemstone: ফকিরকে রাজা, রাজাকে ফকির বানাতে পারে নীলা! জানুন কোন রাশির জাতকদের জন্য উপকারী এই রত্ন

জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল রত্নশাস্ত্র। রত্নশাস্ত্রে নয়টি রত্ন ও ৮৪টি উপরত্নের কথা উল্লেখ আছে। এই সব রত্নেরই নিজস্ব ভূমিকা ও কার্যকরিতা রয়েছে। আজ আমরা আলোচনা করব নীলম বা নীলা নিয়ে। জেনে নিন এই রত্ন ধারণ করলে কারা শুভ ফল পাবেন।

রত্নশাস্ত্রে যে মূল নয়টি রত্নের উল্লেখ আছে, তার প্রতিটি রত্ন নবগ্রহের সঙ্গে যুক্ত। এই নবরত্ন কোনও না কোনও গ্রহের উপর প্রভাব বিস্তার করে। এই নবরত্নের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য রত্ন হল নীলম বা নীলা। ইংরেজিতে এক Blue Sapphire বলা হয়ে থাকে। রত্নশাস্ত্র অনুসারে নীলা শনি গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। জেনে নিন নীলা ধারণ করা কাদের জন্য শুভ এবং কাদের জন্য অশুভ।

নীলার শক্তিশালী ক্ষমতা

জ্যোতিষবিদরা জানাচ্ছেন শনির রত্ন নীলা অত্যন্ত শক্তিশালী। নীলা যাঁর জন্য শুভ, তাঁকে পথের ভিখারি থেকে রাজা বানিয়ে দেওয়ার ক্ষমতা থাকে এই রত্নের। কিন্তু নীলার প্রভাব যার জন্য অশুভ, তাকে রাজা থেকে পথের ভিখারি বানিয়ে দিতে পারে নীলা। নীলা যার সহ্য হবে, এই একটি রত্ন ধারণ করে জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাবেন তিনি এবং জীবনে উন্নতির পথ খুলে যাবে। আপনি যদি শনির মহাদশা, অন্তর্দশা, সাড়েসাতি বা ধাইয়ার মধ্যে দিয়ে যান, তাহলে নীলা ধারণ করা আপনার জন্য উপকারী হতে পারে।
Shani Sade Sati: শনির সাড়ে সাতি দশায় ভুলেও পরবেন না সোনার গয়না, জানুন এই সময় কোন ধাতু পরা শুভ

কোন রাশির জন্য নীলা শুভ?

যাঁদের জন্মছকে শনি দুর্বল বা অশুভ স্থানে থাকে, তাঁদের নীলা ধারণ করার পরামর্শ দেওয়া হয়। রত্নশাস্ত্র বলছে যে মকর ও কুম্ভ রাশির জাতকরা নীলা ধারণ করতে পারেন। এর পাশাপাশি বৃষ, মিথুন, কন্যা ও তুলা রাশির জাতকদের জন্যও নীলা ধারণ করা শুভ। তবে একটা কথা মনে রাখবেন, কোনও অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া কোনও রত্নই ধারণ করা উচিত নয়।

 

কাদের জন্য নীলা অশুভ?

রত্নশাস্ত্র জানাচ্ছে যে মেষ, বৃশ্চিক, কর্কট ও সিংহ রাশির জাতকদের নীলা থেকে দূরে থাকা উচিত। নীলা ধারণ করলে এঁদের ক্ষতির মুখে পড়তে হতে পারে।

নীলা ধারণ করার নিয়ম

নীলা ধারণ করতে হলে তা ৫.২৫ থেকে ৭.২৫ রতির মধ্যে হতে হবে। নীলা পঞ্চধাতু দিয়ে বাঁধিয়ে পরলে তার শুভ ফল পাওয়া যায়। শনিবার এবং শনির নক্ষত্রে এই রত্ন ধারণ করতে পারেন। ডান হাতের মধ্যমা নীলা ধারণ করার জন্য উপযুক্ত আঙুল।

নীলার অশুভ প্রভাব

নীলা যার জন্য অশুভ, তিনি এই রত্ন ধারণ করলে নানা রকম শারীরিক সমস্যার মুখে পড়তে পারেন। বিশেষ করে চোখের সমস্যা হতে পারে তাঁর। এছাড়া দুর্ঘটনার মুখেও পড়তে পারেন ওই ব্যক্তি। কেরিয়ারে ক্ষতি ও আর্থিক সমস্যাও দেখা দিতে পারে।

Related Posts

অর্থকষ্টে ভুগছেন? এই ৬ কাজ করলেই মিলবে...
জ্যোতিষ বিদ্যায় এমন উপায় রয়েছে যা প্রয়োগের পর আপনার জীবনে...
Read more
সব কাজেই আসবে সাফল্য এই ৪ রাশির...
একদিকে নবরাত্রি অন্যদিকে গ্রহের অবস্থান ধন লক্ষ্মী যোগের সৃষ্টি করছে।...
Read more
অগাস্ট পর্যন্ত তিন রাশির কেরিয়ারে উন্নতি !...
১২ বছর পর রোহিণী নক্ষত্রে বিচরণ করেছে বৃহস্পতি। ২০ অগাস্ট...
Read more
সাবধান শনির সাড়ে সাতি দশা শুরু হতে...
শনির সাড়ে সাতি দশা সবার মনেই আতঙ্ক সৃষ্টির একমাত্র কারণ।...
Read more
Ajker Rashifal 15 June 2024: আজ রবি...
Daily Bengali Horoscope: চাঁদ আজ কন্যা রাশিতে বিচরণ করবে। এ...
Read more
লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্র জপ করুন, দূর...
লোকনাথ বাবা বা লোকনাথ ব্রহ্মচারীকে অনেকেই স্বয়ং শিবের অংশ বলে...
Read more