সাবধান ! ভুলেও দান করবেন না এই ১০ জিনিস, বাড়বে অর্থ সংকট !

জ্যোতিষ শাস্ত্র অনুসারে , দান করলে যেমন জীবনে পুণ্য লাভ করা যায়  তেমনই দানের ফলে নানা পাপ থেকে মুক্তি পাওয়া যায় । কিন্তু অনেক সময় আমরা না জেনে শুনে  এমন কিছু জিনিস দান করে থাকি, যা জ্যোতিষ শাস্ত্রে একেবারেই নিষিদ্ধ করা আছে । এর ফলে জীবনে নেমে আসে ভয়ানক দুর্দশা।

যেগুলি দান করা অত্যন্ত অশুভ মনে করা হয়। আসুন আজ জেনে নেওয়া যাক, কোন কোন জিনিস দান করলে ভয়ানক দুর্দশা নামবে আমাদের জীবনে –

1.লোহা জিনিসঃ

ভুল করেও কখনই কাউকে লোহার কোনও জিনিসপত্র দান করবেন না। কারণ জ্যোতিষশাস্ত্র মতে, লোহা জিনিস দান করলে শনিদেব রুষ্ঠ হন। এছাড়াও ঘরে প্রতিদিন ঝগড়া হয় এবং পারিবারিক সুখ, শান্তি চলে যায়।

আরও পড়ুন > এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না ! লুকিয়ে রাখেন স্বামীর কাছে

2.তেলঃ

ভুল করেও কাউকে কখনও তেল দান করবেন না। বিশেষত,  ব্যবহার করা তেল বা নষ্ট হয়ে যাওয়া তেল কখনই কাউকে দেবেন না। কারণ  শনি দেবের কুদৃষ্টিতে আপনার জীবন দুর্দশায় নেমে আসবে ।

3.লবণঃ

কাউকে লবণ বা নুন দান করলে শনি দেবের সাড়ে সাতীর কবলে পড়তে হয় । এই কারণেই কাওকে লবণ দান করবেন না ।  এছাড়াও, বিশেষ করে লবণ দান করলে ঋণের বোঝা বাড়তে পারে।

আরও পড়ুন > ঋণের বোঝা বাড়ছে ? এই ৪ টি উপায়ে ঋণ থেকে পাবেন মুক্তি

4.দেশলাইঃ

মনে রাখবেন দেশলাই বাক্স কখনই দান করা উচিত নয়। কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেশলাই কাঠি দান করলে ঘরের শান্তি ভীষণ ভাবে নষ্ট হয়ে যায় এবং বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে।

5.ধারালো জিনিসঃ

ভুল করেও কখনও ছুরি, কাঁচির মতো ধারালো বস্তু কাউকে দান করবেন না, কারণ এতে আপনার জীবনে যেমন দুর্ভাগ্য আসতে পারে তেমনই পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে থাকে।

6.খাবারঃ

কাউকে খাবার দান করা অত্যন্ত শুভ , কিন্তু মনে রাখতে হবে খাদ্য দান করার ক্ষেত্রে সর্বদা ফ্রেশ খাবার দান করুন। বাসি খাবার কখনই দান করবেন না , এতে আপনার বিরাট ক্ষতি হতে পারে।

7.ব্যবহৃত কাপড়ঃ

বস্ত্র দান করা শুভ তবে ধর্মীয় স্থানে কখনও ব্যবহৃত কাপড় দান করবেন না কারণ এমনটা করলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন। যে কারণে আপনার বাকি জীবন দারিদ্র্য এবং অর্থাভাবে কাটাতে হতে পারে।

8.ঝাড়ুঃ

ভুল করেও ঝাড়ু কখনই কাউকে দান করবেন না । এই কাজটি অত্যন্ত অশুভ । কারণ এর ফলে কষ্ট করে সঞ্চয় করা টাকা নিমিশেই শেষ হয়ে যাবে ।  

9.ছেঁড়া বইঃ

জ্যোতিষ শাস্ত্র অনুসারে ছেঁড়া বই দান করাও অত্যন্ত অশুভ। কারণ জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকে।

10.প্লাস্টিকের জিনিসঃ

জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্লাস্টিকের জিনিস দান করলে পরিবার এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে কখনও প্লাস্টিকের কোনও জিনিস দান করবেন না।

Related Posts

বাধা-বিপত্তি হবে দূর ! এই ধাতু ধারণ করুন একবার
Gita Gyan: গীতায় শ্রীকৃষ্ণের এই ৫ উপদেশ নিজের জীবনে কাজে লাগান, দুঃখ-কষ্ট-ব্যর্থতা ছুঁতেও পারবে না আপনাকে
রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন ? তবে রাশি মেনে করুন ! বাড়বে সুখ-সমৃদ্ধি....
দুর্দান্ত সাফল্য অর্জন করেতে চলেছে এই ৩ টি রাশি ? শুক্র এই রাশির প্রতি সদয় ! কোন কোন রাশি ? জানুন …
১১ সেপ্টেম্বর বুধবার টাকার মুখ দেখবে এই ৪ রাশি ! জানুন আজকের রাশিফল...
৯ অক্টোবর বক্রী হচ্ছেন বৃহস্পতি! এর ফলে প্রচুর টাকার আসবে ৫রাশির !
চুল গাঢ় করতে এই রসের ২ ফোঁটা মালিশই যথেষ্ট ! ফলাফল পাবেন ৩ দিনে
বজরংবলীর প্রবল ভক্ত এই ৫ রাশির লোকেরা ? বজরংবলী তাদের প্রতিটি সংকট থেকে রক্ষা করেন ! জানুন কোন কোন রাশি ???
১৬ সেপ্টেম্বর সোমবার: ২ দিনে উন্নতি লাভ ! করুন এই কাজ ! জানুন গ্রহ দোষের প্রতিকার
জানেন কি গ্রামটি কোথায় ? একটি নয়, দুটি স্ত্রী: ভারতের এই গ্রামের পুরুষদের অদ্ভুত রীতি !